|
Date: 2023-08-10 13:59:21 |
টেকনাফে কোস্টগার্ড জওয়ানেরা অভিযান চালিয়ে দেড় কেজি গাঁজাসহ এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে।
সুত্র জানায়, ১০ আগস্ট রাতের প্রথম প্রহরের দিকে বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশন টেকনাফ গোপন সংবাদের ভিত্তিতে স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার এইচ এম লুৎফুল লাহিল মাজিদ এর নেতৃত্বে কেরুনতলী ঘাট এলাকায় অভিযানে গেলে একজন সন্দেহভাজন ব্যক্তিকে আসতে দেখা যায়। ঐ ব্যক্তির গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্টগার্ড সদস্যরা তাকে থামার সংকেত দিলে সে দৌঁড়ে পালানোর চেষ্টা করে। তখন কোস্টগার্ড সদস্যরা ধাওয়া করে সেন্টমার্টিনের বাসিন্দা রবিউল আলম (২৩) কে একটি প্লাস্টিক ব্যাগসহ আটক করতে সক্ষম হয়। পরে উপস্থিত স্বাক্ষীর সম্মুখে ঐ ব্যক্তির হাতে থাকা ব্যাগ তল্লাশি করে ১ কেজি ৫শ গ্রাম গাঁজা জব্দ করা হয়।
কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান জানান, জব্দকৃত গাঁজাসহ আটককৃত ব্যক্তিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
© Deshchitro 2024