স্বাধীনতার মহান স্থপতি, সর্বকালের সর্ব শ্রেষ্ঠ বাঙালী, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৩ তম জন্ম বার্ষিকী উপলক্ষে আশাশুনিতে যুব ঋণের চেক বিতরণ করা হয়েছে। শুক্রবার (৫ আগষ্ট) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এচেক বিতরণ করা হয়।
উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর যুব সম্প্রদায়কে কর্মমূখী ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে যুব ঋণের চেক ও বৃক্ষ বিতরণের আয়োজন করে। উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়ানুর রহমান চেক ও বিভিন্ন ঔষধী বৃক্ষের চারা বিতরণ করেন। উপকারভোগি এনায়েত করিমকে ৬০ হাজার টাকা, রফিকুল ইসলামকে ১ লক্ষ টাকা ও ইমান হোসেনকে ৪০ হাজার টাকার চেক বিতরণ করা হয়। এসময় উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম চক্রবর্তী, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আজিজুল হক, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আঃ হান্নান প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024