|
Date: 2023-08-11 10:02:26 |
পটুয়াখালীর মির্জাগঞ্জে জোরপূর্বক জমি দখলের চেষ্টা এবং নির্মাণাধীন ঘর ও জমির সীমানা বেষ্টনী ভাঙচুর করায় মির্জাগঞ্জ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
শুক্রবার (১১ আগস্ট) সকালে উপজেলার পূর্ব সুবিদখালী লঞ্চঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনার পরপরই জমির মালিক ভুক্তভোগী শৈলেন চন্দ্র বড়াল বাদী হয়ে অভিযুক্ত শ্যামল চন্দ্র হাং, নির্মল হাওলাদাল, বিমল হাওলাদার ও প্রভাষ হাওলাদার সহ নয়জনের নাম উল্লেখ করে থানায় এ অভিযোগটি দায়ের করেন।
থানায় দায়েরকৃত অভিযোগ থেকে জানা যায়, উপজেলার দেউলী সুবিদখালী ইউনিয়নের পূর্ব সুবিদখালী মৌজার জেএল- ৩৯, এস এ খতিয়ান নং- ২৬৮ ও দাগ নং- ৪০৮ এর ০৪ (চার) শতাংশ জমির ক্রয় ও দলিল সূত্রে মালিক বাদী শৈলেন চন্দ্র বড়াল। এরই প্রেক্ষিতে দীর্ঘদিন ধরে ওই জমি তিনি ভোগ দখল করে আসছেন। পরে তিনি গত ২৭-০৫-২০২৩ ইং তারিখ উক্ত জমি অভিযোগের ১ম সাক্ষী আবুল হোসেনের নিকট বিক্রি করার জন্য বায়না করেন। এরপর বায়না সূত্রে মালিক হওয়ায় আবুল হোসেন ওই জমির সীমানায় টিন দিয়া বাউন্ডারী দেয় এবং জমিতে সেমিপাকা বসত ঘর ও একটি টিনের ঘর নির্মান করে বসবাস শুরু করেন। কিন্তু হঠাৎ আসামীরা উক্ত জমির মালিকানা দাবি করে বিজ্ঞ নির্বাহী আদালতে ১৪৪/১৪৫ ধারায় অভিযোগ দায়ের করে। বিজ্ঞ আদালত বিবাদীদের দাখিলকৃত ১৪৪/১৪৫ ধারা বাতিল করে নথিজাত করে। পরে ঘটনার দিন আনুমানিক ভোর সাড়ে পাঁচটার সময় উল্লেখিত আসামিরা জোরপূর্বক উক্ত সম্পত্তি অবৈধ ভাবে দখল করার উদ্দেশ্যে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে জমির সীমানা টিনের বাউন্ডারী ও টিনের ঘর ভাঙচুর করে জমি দখলের চেষ্টা চালায়। এ সময় জমির মালিক ভুক্তভোগী শৈলেন চন্দ্র ও তার পরিবারের লোকজন বাধা দিলে আসামিরা তাদেরকে ওই জমিতে প্রবেশ করলে মারধর ও বিভিন্ন রকমের ভয়ভীতি এবং খুন করার হুমকী প্রদান করে।
এবিষয়ে অভিযুক্ত শ্যামল চন্দ্র হাওলাদার বলেন, ওই সম্পত্তির বৈধ মালিক আমরা। আমাদের নিকট তার সকল কাগজপত্র আছে।
এ ব্যাপারে মির্জাগঞ্জ থানার ওসি হাফিজুর রহমান বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
© Deshchitro 2024