হ্নীলা বাসষ্টেশনের হোটেল ডায়মন্ড মার্কেটের ওয়াইফাই এবং ডিস ক্যাবল সার্ভিস দোকানের তালা কেটে ১০-১২ লক্ষ টাকার ইলেকট্রনিক্স মালামাল লুট করে নিয়ে গেছে। এই ঘটনার পর সাধারণ ব্যবসায়ীদের মধ্যে দোকান চুরি ও মার্কেট লুটপাটের আতংক দেখা দিয়েছে। 


১১ আগস্ট সকালে হ্নীলা বাস ষ্টেশনের হোটেল ডায়মন্ড মার্কেটের ৬নং দোকান ইসু ইলেকট্রনিক্স গ্যালারীর স্বত্তাধিকারী এবং হ্নীলা ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আলম দোকানে এসে দরজার তালা নেই দেখে হতবাক হয়ে পড়েন। পরে দোকানে ঢুকে দেখেন ওয়াইফাই এবং ডিস লাইনের ৩টি ওএলডি, ইডি ফায়ার, ট্রান্সমিটার ও দোকানের মূল্যবান ইলেকট্রনিক্স সব জিনিস পত্রসহ ১০/১২ লাখ টাকার নিয়ে গেছে দূর্বৃত্ত দল। এই ঘটনার পর সাধারণ ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। 


দোকানের মালিক আলম দাবী করেন, ব্যবসায়িক প্রতিপক্ষ, রাজনৈতিক ও পারিবারিক শত্রæতা মিলে আমাকে আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ করার জন্য ভাড়াটে দূবৃর্ত্ত দিয়ে এই ধরনের দূধর্ষ ঘটনা ঘটিয়েছে। 


এই দূধর্ষ চুরির খবর পেয়ে হ্নীলা ষ্টেশন ব্যবসায়ী সমিতির সভাপতি বাহাদুর শাহ তপু বলেন,এত গুরুত্বপূর্ণ ষ্টেশনে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকায় এই ধরনের ঘটনা ঘটেছে। ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা ও নিরাপত্তার স্বার্থে প্রত্যেক মার্কেটে যথাযথ পদক্ষেপ নেওয়ার দাবী জানাচ্ছি। 


হ্নীলা ইউপি চেয়ারম্যান ও বাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি রাশেদ মাহমুদ আলী জানান, রাত-দিন জন সমাগম থাকে সেখানে এই ধরনের ঘটনা খুবই দুঃখজনক। আমরা বিষয়টি তদন্ত স্বাপেক্ষে যথাযথ পদক্ষেপ গ্রহণ করব বলে আশ^াস দেন।


সচেতন মহলের ধারণা, স্থানীয় প্রভাবশালী কোন মহলের ইন্ধন না থাকলে জামাল মার্কেটে এই ধরনের দোকানের মালামাল লুটের ঘটনা কারো সাহসে ধরবে না বলে মনে করেন। ###

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024