|
Date: 2023-08-11 13:18:04 |
খুলনার বটিয়াঘাটা থানা পুলিশ গাঁজাসহ একজনকে আটক করেছে। গত বুধবার রাত ৮ টায় বটিয়াঘাটার হেতালবুনিয়া কদমতলা কালভার্টের উপর থেকে তাকে আটক করা হয়। বটিয়াঘাটা থানার এস আই প্রীতম মল্লিক,এ এস আই নাজমুল ইসলাম সংগীয় ফোর্স নিয়ে আসামিকে ধরতে সক্ষম হয়। আটককৃত মাদক বিক্রেতা উপজেলার হেতালবুনিয়া গ্রামের কালু হাওলাদারের পুত্র নয়ন হাওলাদার। আসামির বিরুদ্ধে বটিয়াঘাটা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। বটিয়াঘাটা থানার এস আই আঃ আজিজ বলেন,মাদক বিক্রেতা নয়ন হাওলাদারকে আটক করা হয়েছে মামলা নং- ৭/১১৮ তাং-০৯-০৮-২৩ । বটিয়াঘাটা থানার মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।
© Deshchitro 2024