হয়তো কোনো একদিন!

দু'জনার অজান্তে হবে আমাদের দেখা,

ঝরে যাবে সেদিন শত দুঃখের বিরহের পাখা,

একে যাবে নব রুপসী রেখা,

হয়তো কোনো একদিন!


হয়তো কোনো একদিন!

থেমে যাবে সময়,

দুজনার পরম্পরয়,

অতীত স্মৃতিতে ফিরে যাবো আমরা,

সেই কষ্টের ধরা,

বাসবে সেই বিরহের অনাবিল সুর,

ঠুনকো হৃদয় পুর,

হয়তো কোন একদিন!


হয়তো কোন একদিন!

আপন মন ভেসে যাবে আঁখির জলে,

ছেয়ে যাবে আঁখি তোমার আঁধার কাজলে,

কাপাঁ কাপাঁ কন্ঠে,

জড় মনের আকুন্ঠে,

দুজন দুজনা বলবো প্রিয় এত দিন কোথায় ছিলে?

হয়তো কোন একদিন!



লেখক : ইয়াছিন আরফাত মঈন

শিক্ষার্থী , ঢাকা কলেজ


প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024