যশোরের অভয়নগরে জাতির জনক স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মরণে দিনব্যাপী সেবালয় ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ১২ই আগস্ট শনিবার ডা. তুহিন শুভ্র চক্রবর্তীর উদ্যোগে সুন্দলী বালিকা বিদ্যালয় প্রাঙ্গনে এই কর্মসূচির আয়োজন করা হয়। প্রায় শতাধিক দরিদ্র সাধারণ রোগীদের বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ পত্র প্রদান করা হয়। ফ্রি মেডিকেল ক্যাম্পে আগত রোগীদের বন্ধ্যাত্ব, মাইগ্রেন, ব্রেস্ট টিউমার, জরায়ু ক্ষত, ব্রণ, মেছতা, অর্শ্ব , ঠান্ডা প্রবণতা ও শৈল সমস্যা (যৌন) রোগের চিকিৎসা প্রদান করেন সুন্দলী ইউনিয়নের সড়াডাঙ্গা গ্রাম থেকে চিকিৎসা নিতে আসা শ্রীমতি রানী জানান, মাইকে ঘোষনা শুনে ডাক্তার বাবুকে দেখাতে এসেছি । আমার পেটে টিউমার হয়েছে। ডাক্তার বাবু আমাকে দেখিয়ে ফ্রি ঔষধ দিয়েছেন ।সুন্দলী বাজার থেকে চিকিৎসা নিতে এসেছেন গীতা রানী ও তার স্বামী অজয় বিশ্বাস । ৭ বছর বিয়ে হয়েছে। কিন্তু কোন বাচ্চা হচ্ছে না। শুনেছি ডাক্তার বাবুর অনেক নাম ডাক। তাই দেখাতে এসেছি। চিকিৎসা নিতে আসা পঞ্চাশোর্ধ মিনতি রানি বলেন, ‘দীর্ঘদিন থেকে অর্শ্বতে ভুগে আমার জীবন দুর্বিষহ। খুলনায় গিয়ে ভালো চিকিৎসা করানোর সামর্থ্য নেই। আজ আমি এখানে ডাক্তারের চিকিৎসা পেলাম। আমাকে বিনাম‚ল্যে ওষুধ ও দেওয়া হয়েছে।’এ ব্যাপারে হোমিও চিকিৎসক তুহিন শুভ্র চক্রবর্তী বলেন, জাতির জনক স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মরণে ২০১৬ সাল থেকে অভয়নগরের বিভিন্ন অঞ্চলে অসহায় গরীব রোগিদের ফ্রি চিকিৎসা ও বিনাম‚ল্যে ঔষধ বিতরণ করে আসছি। আমি যতদিন বাঁচি এভাবে মানব সেবায় নিজেকে উৎসর্গ করে যাব।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024