'প্রেসক্লাব নান্দাইল' এর কমিটি গঠন

সভাপতি হান্নান- সা:সম্পাদক রায়হান 


ময়মনসিংহের নান্দাইলে ‘প্রেসক্লাব নান্দাইল’ এর কমিটি গঠন করা হয়েছে।


এতে সভাপতি হিসাবে আলহাজ্ব মোহাম্মদ হান্নান মাহমুদ (দৈনিক কালবেলা)কে পুনরায় সভাপতি ও সাধারণ সম্পাদক মো.শামছ-ই-তাবরীজ রায়হান (দৈনিক যুগান্তর)কে পুনরায় সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।


শুক্রবার (১১ আগস্ট) বিকালে উপজেলা সদরে অবস্থিত প্রেসক্লাব নান্দাইল কার্যালয়ে ১৬তম বার্ষিক সাধারণ সভায় এই কমিটি ঘোষনা করা হয়।


প্রেসক্লাবের উপদেষ্ঠা বিশিষ্ট শিক্ষাবিদ আলী আফজাল খানের সভাপতিত্বে ও সিনিয়র সদস্য কবি আহসান খান পারভেজের সঞ্চালনায় প্রেসক্লাবের সম্মানিত উপদেষ্ঠা ও  আজীবন সদস্যগণ সহ প্রেসক্লাবের সাংবাদিক সদস্যবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।


এছাড়া সর্বসম্মতিক্রমে বাবু অরবিন্দ পাল অখিল (সহ-সভাপতি), প্রবাল মজুমদার (সহ-সাধারণ সম্পাদক), হাজী রফিকুল ইসলাম খোকন (কোষাধ্যক্ষ), জালাল উদ্দিন মন্ডল (সাংগঠনিক সম্পাদক), এডভোকেট হাবিবুর রহমান ফকির,স্বপন কুমার সাহা,আলী আহসান খান পারভেজ, আঃ হামিদ রতন ও আল আমিন সরকারকে কার্যকরী সদস্য পদে নির্বাচিত করা হয়। 


প্রেসক্লাবের নব-নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক সহ কার্যকরী কমিটির নেতৃবৃন্দ বস্তুনিষ্ট সংবাদ পরিবেশনের মাধ্যমে সোনার বাংলা গড়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024