|
Date: 2022-09-20 19:11:59 |
সাতক্ষীরায় তালা উপজেলা জাতীয় পার্টির দ্বি- বার্ষিক সম্মেলন এর মাধ্যমে পুনরায় সাংবাদিক এসএম নজরুল ইসলাম কে সভাপতি,ও এস এম আলাউদ্দিন কে সাধারণ সম্পাদক এবং হাবিবুর রহমান হাবিব কে সাংগঠনিক সম্পাদক করে ১০৯ সদস্য বিশিষ্ট তালা উপজেলা জাতীয় পার্টির কমিটি গঠন করা হয়েছে।
মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) সকাল ১১ টা থেকে শুরু করে বিকাল ৩টা পর্যন্ত হাজার হাজার নেতা কর্মীদের নিয়ে তালা উপজেলা জাতীয় পার্টির সভাপতি সাংবাদিক এসএম নজরুল ইসলামের সভাপতিত্বে তার বাসভবন চত্তরে উক্ত সম্মেলন অনুষ্ঠিত হয়। উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি এস এম জাহাঙ্গীর হাসান এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে এ সময় বক্তব্য রাখেন জেলা জাপার যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার জাহিদ তপন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুব বিষয়ক সম্পাদক শেখ শাখায়াতুল করিম পিটুল, কলারোয়া উপজেলা জাপার সভাপতি মোঃ মশিউর রহমান, সাধারণ সম্পাদক আব্দুল্যাহেল বাবু, তালা উপজেলা সাধারণ সম্পাদক এস.এম আলাউদ্দীন,যুগ্ন সাধারণ সম্পাদক শেখ সিরাজুল ইসলাম,তালা উপজেলা জাতীয় যুব সংহতির ভারপ্রাপ্ত সভাপতি এসএম তকিম উদ্দিন, জেলা যুব সংহতির সভাপতি আশিকুর রহমান, সাধারণ সম্পাদক আবু তাহের, স্বেচ্ছাসেবক পার্টির আহবায়ক শেখ আমিনুর রহমান ফিরোজ, ছাত্র সমাজের সভাপতি কাউন্সিলর কায়সারুজ্জামান হিমেল।
© Deshchitro 2024