পদ্মা সেতু সংলগ্ন শিবচর উপজেলায় হবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্ট্যাচু ও মিউজিয়াম। এমন টাই জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। 

 শনিবার (১২ই আগস্ট) মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী স্ট্যাচু নির্মানের সম্ভাব্য জায়গা পরিদর্শনে শিবচরে যান। এ সময়ে তার সাথে ছিলেন শিবচরের প্রান পুরুষ, জাতীয় সংসদের মাননীয় চীফ হুইপ জনাব নুর ই আলম চৌধুরী এমপি। পরিদর্শন শেষে মন্ত্রী জানান, 

বাংলাদেশের স্বাধীনতা ইতিহাসে বঙ্গবন্ধু এক অবিচ্ছেদ্য নাম। পৃথিবীর অনেক দেশেই তাদের বিখ্যাত ব্যক্তির স্ট্যাচু আছে। আমাদের এই স্ট্যাচু আগেই তৈরী করা উচিত ছিলো। দেরিতে হলেও এই উদ্যোগ নিতে পেরে আমরা গর্বিত। স্বপ্নের পদ্মা সেতুর পাশেই স্ট্যাচু এক অন্যরকম পরিবেশ তৈরি করবে। বিভিন্ন দেশের মানুষ এখানে এই স্ট্যাচু দেখতে আসবে। তারা মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু সম্পর্কে জানতে পারবে।

চীফ হুইপ বলেন, জাতির পিতার স্ট্যাচু ও পদ্মা সেতু এই দুই স্থাপনা মিলে এই জায়গাকে এক অন্যরকম শোভা দেবে। এতে করে প্রচুর পর্যটক এখানে আসবে। এই স্থাপনার জন্য শিবচরকে বেছে নেয়ায় মন্ত্রীকে ধন্যবাদ জানান তিনি।

এসময় তাদের সাথে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয়ের সচিব ইসরাত চৌধুরী, সংরক্ষিত সংসদ সদস্য বেগম নাহিদ ইজাহার খান, মাদারীপুর জেলা পরিষদ চেয়ারম্যান মুনির চৌধুরী, জেলা প্রশাসক মোঃ মারুফুর রশীদ খান, পুলিশ সুপার মোঃ মাসুদ আলম, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আঃ লতিফ মোল্লা, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাজিবুল ইসালম সহ উপজেলার শতাধিক নেতাকর্মী। 


প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024