|
Date: 2023-08-13 05:26:03 |
জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্ব পরিবারে হত্যা ও জাতীয় শোক দিবস উপলক্ষে (চাটখিল-সোনাইমুড়ী) আসনের বিভিন্ন ইউনিয়ন মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়ছে।
১২ আগষ্ট (শনিবার) বিকেলে নোয়াখালী জেলার চাটখিল উপজেলার পাঁচগাও ইউনিয়ন নুরানি মাদ্রাসায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পাঁচগাও ইউনিয়ন ২নং ওয়ার্ড মোঃ জগলুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবদুন নুর দুলাল।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বদলকোট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোলায়মান শেখ, ধর্ম বিষয়ক সম্পাদক জহির মাস্টার,পাঁচগাও ইউনিয়ন এর সাবেক সভাপতি মোস্তফা কামাল, সিনিয়র সহ-সভাপতি আবুল হোসেন খান, আওয়ামীলীগের পৌরসভার সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক।
সন্ধ্যায় বারই পাড়া মাদরাসায়ে সিদ্দিকীয়া আকবর (র) এর মাঠে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। পাঁচগাও ইউনিয়ন যুবলীগের সহসভাপতি স্বপন পাইক এর সঞ্চালনায় আওয়ামী লীগের নেতৃবৃন্দ আলোচনা করেন।
সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশন সাধারণ সম্পাদক আবদুর নুর দুলাল আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনে বাংলাদেশ আওয়ামীলীগের নৌকা প্রতীকে মনোনয়ন প্রত্যাশা করছেন।
সাবেক পাঁচগাও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তফা কামাল এর কবর যিয়ারত ও রাতে সাবেক চাটখিল উপজেলার প্রচার ও প্রকাশনা সম্পাদক প্রয়াত মনির হোসেন কচি কবর যিয়ারত করেন। এবং তার পরিবারের খোজ খবর নেন সম্পাদক আবদুন নুর দুলাল।
এ ছাড়া সোনাইমুড়ী উপজেলার নদোনা হাই স্কুল মাঠে বিকাল ৪ টায় নদোনা এলইডি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন। খেলা উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, যুব সমাজকে মাদক মুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই। তিনি যদি বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকে প্রার্থী হতে পারেন, এলাকায় বিভিন্ন খেলাধুলা, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও বিনোদনমূলক আয়োজন করবেন।
© Deshchitro 2024