সন্ধ্যা নামলেই এ বুকে প্রেম জমে,নীরব নিথর নদীটাও হয়ে যায় তখন দিশেহারা,ঢেউয়ে ঢেউয়ে আছড়ে পড়তে থাকে নদীর প্রেম।আমি ব্যকুলতায় তাকিয়ে থাকি,সাগরের জলে ডুবে প্রেমের আবার 

উত্থান হয়।সে প্রেম শুধু তোমায় চায়,তোমার স্পর্শ চায়।

সন্ধ্যা নামলেই তোমাকে গভীর ভাবে মনে পড়ে,কাছে পেতে ইচ্ছে হয়।প্রেম আর আদর বিলিয়ে দিতে ইচ্ছে করে।

তোমার গায়ে জড়ানো শাড়ির মতো,সন্ধ্যা জড়িয়ে রাখে আমার মন।নদীর ঢেউয়ের মতো প্রেম আছড়ে পড়ে এ বুকে।তোমার চোখের কাজলের মতো প্রেমও যে ছলছল,বৃষ্টির মতো ঝিরিঝিরি শব্দে মাতাল করে সে।

প্রেমেতাল হয়ে আমি গভীর আলিঙ্গন চাই।

সন্ধ্যা নামলেই এ বুকে বৃষ্টি নামে,ঝড় বইতে শুরু করে প্রেমের ঝড়।তোমায় ছুঁয়ে দেখার বাহানায় আমি সেই ঝড়ে লণ্ডভণ্ড,নিঃস্ব হয়ে যাই!তোমার শরীরের উষ্ণতায় আমি জ্বলেপুড়ে অঙ্গার!

তোমার নরম হাতের কোমল স্পর্শে আমি অবুঝ থেকে পুরুষ হয়ে উঠি।তোমার মুখের মৃদু হাসিতে আমি পৃথিবীর জাগতিক ক্লান্তি ভুলে যাই।

এই সন্ধ্যা নামলেই তুমি বুকের আষ্টেপৃষ্টে জড়িয়ে থাকো।এই সন্ধ্যা নামলেই শুরু হয় প্রেমের ঝড়–বৃষ্টি।তুমি এই প্রেমের বৃষ্টিতে ভিজবে?বলো না,ভিজবে তুমি?

লেখক : প্রণব মন্ডল, কবি এবং শিক্ষার্থী।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024