|
Date: 2023-08-13 11:31:53 |
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় গ্রুপ ভিত্তিক এক দিনের কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৩ আগস্ট) দিনব্যাপি শ্রীমঙ্গল উপজেলা কৃষি অধিদপ্তরের আওতাধীন ভূনবীর লইয়ারকুল ব্লকের কৃষক গ্রুপের দিনব্যাপি প্রশিক্ষণ কৃষি অফিসের কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে রিসোর্স পার্সন হিসেবে উপস্হিত ছিলেন জেলা প্রশিক্ষণ কর্মকর্তা মো. জালাল উদ্দিন সরকার, শ্রীমঙ্গল কৃষি অধিদপ্তরের কৃষি সম্প্রসারন কর্মকর্তা উজ্জ্বল সুত্রধর।
প্রশিক্ষণে আরো উপস্থিত ছিলেন উপ- সহকারি উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা রকেন্দ্র শর্মা, উপ-সহকারি কৃষি কর্মকর্তা মো. মাসুকুর রহমান প্রমুখ।
শ্রীমঙ্গল কৃষি অফিস সূত্রে জানা যায়,
দিনব্যাপি প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৩০ জন কৃষাণ-কৃষাণী অংশগ্রহণ করেছেন।
© Deshchitro 2024