|
Date: 2023-08-13 13:28:40 |
নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলা কায়েত পাড়া ইউনিয়ন ৬ নং ওয়ার্ড ইউপি সদস্য মানিক মেম্বারের ছোট ভাই মুকুলের নেতৃত্বে ২১ ইং জুলাই শুক্রবারে দুপুরে কায়েতপাড়া ইউনিয়ন বড়ালু গ্রামের স্বেচ্ছাসেবক লীগের অফিস ভাঙচুর ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রীর ছবি ভাঙচুর করে মাটিতে ফেলে দেয় দুর্বৃত্তরাবলে।এ ঘটনায় স্বেচ্ছাসেবক লীগ নেতা মোমেন খন্দকার,পিতা নুর খন্দকার বাদী হয়ে রূপগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।মোমেন খন্দকার বলেন,জিয়া উর ব্যাপারী (৩০) পিতা মিজানুর রহমান,সাং বড়ালু,শাহাবুদ্দিন (৩০) সাং বড়ালু,ইসরাফিল (৫৪) আমরা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মী সহ কয়েকজন কায়েত পাড়া ইউনিয়ন বড়ালু স্বেচ্ছাসেবক লীগের অফিসে বসে দলীয় আলোচনা করার সময় ৬ নং ওয়ার্ড ইউপি সদস্য মানিক মেম্বারের ছোট ভাই ১/মুকুল (৪০) পিতা হেলাল মাস্টার,সাং বড়ালু পাড়াগাঁও,২/সাদ্দাম (৩০)পিতা মৃত নুর ইসলাম,৩/শাহাবুদ্দিন (৩৩)পিতা মান্নান বড়ালু,১ নং আসামী ইউপি সদস্য মানিক মেম্বারের ছোট ভাই মুকুলের নেতৃত্বে আরো ১০/১৫ জন হাতে লোহার রড,ছেন,রাম দা,চাইনিজ কুড়াল ও লাঠি সোটা হাতে নিয়ে ক্লাবে এসে তারা ৫ লক্ষ টাকা চাঁদা দাবি করে,দাবি কিত চাঁদার টাকা দিতে অস্বীকার করলে তারা আমাদেরকে এলোপাথারি মার দর শুরু করে,বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার ছবি সহ আমাদের অফিসের প্রায় ৫ লক্ষ টাকা মূল্যের কম্পিউটার চ্যায়ার টেবিল ও অন্যান্য সকল কিছু ভাঙচুর করে ডয়ারে থাকা ১৫০,০০০ হাজার টাকা তারা লুট করে হত্যার হুমকি দিয়ে ও নগদ অর্থসহ মোট ৬৫০,০০০ হাজার টাকার ক্ষতি সাধন করে দুর্বৃত্তরা পালিয়ে যায়।পরে আমাদের আত্মচিৎকার শুনে এলাকাবাসী আমাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
পরে অভিযোগকারীদের ফোনে কথা বলতে চাইলে তারা ফোন কেটে দেয় । এ ব্যাপারে রূপগঞ্জ থানার ওসি এএফএম সায়েদ বলেন,এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি।তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
© Deshchitro 2024