|
Date: 2023-08-13 13:43:55 |
মাস ব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে উচাখিলা ইউনিয়নে শোক সভা ও গণভোজের আয়োজন করা হয়েছে।
রোববার উচাখিলা পাট বাজারে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মঞ্জুরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত শোকসভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাফির উদ্দিন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামলীগের সহ সভাপতি রফিকুল ইসলাম বুলবুল।
অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম বিপিএম, ডা. মঞ্জুরুল কাদের, উপজেলা আ’লীগের সহ-সভাপতি জয়নাল আবেদিন, যুগ্ম সম্পাদক এ কে এম হারুন অর রশিদ, সাফায়েত হোসেন ভূইয়া, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল জলিল, মাসুদ হাসান তূর্ণ, উচাখিলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শফিকুল ইসলাম প্রমুখ।
© Deshchitro 2024