◾ স্পোর্টস ডেস্ক 


সাফ জয়ী মেয়েদের ছাদখোলা বাসে সংবর্ধানা দেওয়ায় মন্ত্রীসহ সংশ্লিষ্টদের ধন্যবাদ জানিয়েছেন বাংলাদেশ ফুটবল দলের সদস্য সানজিদা আক্তার। 


বুধবার (২১ সেপ্টেম্বর) ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামার পর তাদের অভিনন্দন জানানো হয়। সেখানে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান।


সোমবার (১৯ সেপ্টেম্বর) নেপালের কাঠমান্ডুতে সাফ উইমেন্স চ্যাম্পিয়নশিপে ৩-১ গোলে নেপালকে হারায় সানজিদারা।


ফাইনালের আগে জয়ের জন্য ফাইনালে খেলতে নামবেন--এমন প্রত্যাশা জানিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছিলেন সানজিদা আক্তার। যা ভাইরাল হয় এবং বাঙালির হৃদয় ছুঁয়ে যায়।


সেই পোস্টে তিনি লেখেন, ‘যারা আমাদের এই স্বপ্নকে আলিঙ্গন করতে উৎসুক হয়ে আছেন, সেই সব স্বপ্নসারথীদের জন্য এটি আমরা জিততে চাই। নিরঙ্কুশ সমর্থনের প্রতিদান আমরা দিতে চাই। ছাদখোলা চ্যাম্পিয়ন বাসে ট্রফি নিয়ে না দাঁড়ালেও চলবে, সমাজের টিপ্পনীকে একপাশে রেখে যে মানুষগুলো আমাদের সবুজ ঘাস ছোঁয়াতে সাহায্য করেছে, তাদের জন্য এটি জিততে চাই। আমাদের এই সাফল্য হয়তো আরও নতুন কিছু সাবিনা, কৃষ্ণা, মারিয়া পেতে সাহায্য করবে। অনুজদের বন্ধুর এই রাস্তাটুকু কিছু হলেও সহজ করে দিয়ে যেতে চাই।’ 

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024