|
Date: 2023-08-13 15:46:21 |
সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে কক্সবাজার জেলার ৭১ টি ইউনিয়নের মধ্যে ক্ষতিগ্রস্ত হয়েছে ৬০ টি ইউনিয়ন। জেলায় দূর্গত মানুষের সংখ্যা দাড়িয়েছে ৪ লক্ষ ৭৯ হাজার।
দূর্যোগ কবলিত হয়ে মারা গেছে ২২ জন। বন্যায় চট্টগ্রাম- কক্সবাজার – টেকনাফ মহাসড়কসহ ক্ষতিগ্রস্ত হয়েছে চকরিয়া – বদরখালী, মানিকপুর- ইয়াংচা, লক্ষ্যারচর-বেথুয়াবাজার-বাগগুজরা,একতাবাজার- বানৌজা শেখহাসিনা,বরইতলী-মগনামাঘাট সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে।
সর্বমোট সড়ক বিভাগের ৫৯ কিলোমিটার এবং এলজিইডির ৮০.৭৫ কিলোমিটার রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে। নবনির্মিত দোহাজারী- কক্সবাজার রেললাইনের কিছু অংশও ক্ষতিগ্রস্ত হয়েছে।
সেইসাথে ক্ষতিগ্রস্ত হয়েছে ১৫ হাজার ৬৩৮ হেক্টর ফসলের জমি। এসব তথ্য উঠে এসেছে সরকারি তথ্য বিবরণীতে। যেখানে উল্লেখ করা হয়েছে এ পর্যন্ত ক্ষতিগ্রস্ত এলাকায় ১৮১ মেট্রিক টন চাল,৬০০ বান্ডিল ঢেউটিন, ৬ হাজার প্যাকেট শুকনো খাবার ও নগদ ১৮ লাখ টাকা বিতরণ করা হয়েছে।
এছাড়াও দুর্যোগ কবলিত হয়ে মৃত্যুবরন করা প্রত্যেক পরিবার প্রতি ২৫ হাজার টাকা করে ২০ পরিবার কে ৫ লক্ষ টাকা সরকারি অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। এদিকে পেকুয়া উপজেলার কিছু কিছু জায়গায় এখনো পানি জমে আছে। পেকুয়ায় এখনও অর্ধশত পরিবার রাস্তার ধারে খোলা আকাশের নীচে মানবেতর জীবনযাপন করছে।
© Deshchitro 2024