এক বসন্ত বিকেলে বাংলা মায়ের কোল আলোকিত করে যে নক্ষত্রের জন্ম হয়েছিলো-

গোটা বাংলাকে যে বেঁধেছিল ঐক্যের সুরে,

শিখিয়েছিল অত্যাচারীর বিরুদ্ধে রুখে দাঁড়াতে,

বাংলা ও বাঙালিরাই ছিলো যার প্রাণ,


আজ কৃষ্ণ গহব্বরের অন্ধকারে সে প্রাণ তলিয়ে গেলো!

বিশ্বাসঘাতকদের বুলেটের আঘাতে রক্তাক্ত হলো বাংলার জন্মদাতা।

বাংলা মায়ের সাথে সকল সম্পর্ক ছিন্ন করে সে পারি জমালো না ফেরার দেশে।

সে আর কোনোদিন ই ফিরবে না এই সুজলা সুফলা সোনার বাংলাদেশে।


বাংলায় স্বাধীনতার আলোয় জ্বেলে নিভে গেলো যে প্রদীপ,

নাম তার বঙ্গবন্ধু শেখ মুজিব।

যার নেতৃত্বে হয়েছিলো এ দেশ স্বাধীন,

সে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব।


আমার চোখে মুজিব মানে নতুন দেখা ভোরের আলো,

আমার চোখে মুজিব মানে রুখে উঠে প্রদীপ জ্বালো।

আমার চোখে মুজিব মানে সহস্র কোটি মানুষের ভালোবাসা, 

আমার চোখে মুজিব মানে গর্জে ওঠা লাল-সবুজের পতাকা।



লেখক : মোঃ হাসিবুল হাসান হিমেল

শিক্ষার্থী,

মনোবিজ্ঞান বিভাগ, ঢাকা কলেজ


প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024