|
Date: 2023-08-14 00:35:14 |
রবিবার (১৩ আগস্ট) বিকেলে 4:00 সময় সার্ক মানবাধিকার ফাউন্ডেশন শ্রীপুর উপজেলা শাখার অভিযোগ পরবর্তী সালিশি বৈঠক অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন সার্ক মানবাধিকার ফাউন্ডেশন শ্রীপুর উপজেলা শাখার সভাপতি সাংবাদিক আশরাফুল আলম সরকার। আরো উপস্থিত ছিলেন অত্র ফাউন্ডেশনের নির্বাহি সভাপতি জসিম উদ্দিন, উপস্থিত ছিলেন অত্র ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সাংবাদিক আল আমিন। এ সময় এলাকার বিভিন্ন রাজনৈতিক ব্যাক্তিত্ব এবং ইউনিয়ন পরিষদের সিনিয়র গ্রাম পুলিশ উপস্থিত ছিলেন।
সার্ক মানবাধিকার ফাউন্ডেশন শ্রীপুর উপজেলা শাখার সভাপতি আশরাফুল আলম সরকার এর পরিচালনায় উপস্থিত ব্যক্তিবর্গের সমন্বয়ে একটি অভিযোগ এর ভিত্তিতে সালিশি বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত বাদী এবং বিবাদী পক্ষের বক্তব্য শুনে, উপস্থিত বিচার কার্য পরিচালকদের সীদ্ধান্ত অনুযায়ী আগামী এক সপ্তাহ পর রবিবার এই অভিযোগ এর পরিপূর্ণ রায় লিখিত ভাবে ঘোষণা করা হইবে, ততক্ষণ বাদী এবং বিবাদী পক্ষ কে অভিযোগ প্রসংঙ্গে আরো ভালো ভাবে চিন্তা ভাবনা করার সুযোগ দেন।
এ বিষয়ে সার্ক মানবাধিকার ফাউন্ডেশন শ্রীপুর উপজেলা শাখার নির্বাহি সভাপতি জসিম উদ্দিন সাংবাদিকদের বলেন সার্ক মানবাধিকার ফাউন্ডেশন ন্যায় এর পক্ষে, অন্যায় এর বিরুদ্ধে। আমরা দুই পক্ষেরই বক্তব্য শুনেছি, এবং সেই বক্তব্য অনুযায়ী বিশ্লেষণও করেছি। তবে তাদের উভয় কেই ১ সপ্তাহের জন্য সুযোগ দেওয়া হয়েছে। এরমধ্যেই প্রতিবেদন লিখে এই অভিযোগ এর রায় লিখিত ভাবে ঘোষণা করা হইবে।
সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি আরো বলেন সার্ক মানবাধিকার ফাউন্ডেশন মানুষের অধিকার আদায়ের লক্ষ্য সবসময় কাজ করে। যেটা সত্য সে টাকেই মানুষের সামনে উন্মোচন করবো। মানবাধিকার লঙ্ঘন শাস্তিযোগ্য অপরাধ তাই যারা মানবাধিকার লঙ্ঘন করে তাদের বিরুদ্ধে সার্ক মানবাধিকার ফাউন্ডেশন কাজ করে যাচ্ছেন। সমাজ থেকে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ, ভূমিদস্যু, মুক্ত করতে আমরা কাজ করে যাচ্ছি। সত্য টাকে সামনে রেখেই আমরা আমাদের লক্ষ্য হাসিল করবো ইনশাআল্লাহ। তিনি আরো বলেন দেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে দেশ ও জনগণের উন্নয়নে সব সময় কাজ করে যাচ্ছি এবং সামনেও যাবো।
© Deshchitro 2024