|
Date: 2022-09-21 12:49:16 |
শেরপুরের ঝিনাইগাতী উপজেলা কৃষিপণ্য উৎপাদক অ্যাসোসিয়েশনের নির্বাচন মনোরম পরিবেশে শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে ২১ সেপ্টেম্বর বুধবার ডাকাবর, দাইনেপাড়া, ধানশাইল চকপাড়া, নওকুচি, রাংটিয়া পাতার অফিস, পশ্চিম চাপাঝোড়া, পূর্ব চাপাঝোড়া পালবাড়ী, হলদীবাটা, ধানশাইল বর্মনপাড়া, পশ্চিম বাকাকুড়া গীর্জা ঘরসহ একযোগে ১০টি কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে মোঃ ইয়াকুব আলী ৯৪৩ ভোট পেয়ে সভাপতি ও মোঃ নজরুল ইসলাম ১০১০ ভোট পেয়ে সেক্রেটারী নির্বাচিত হয়। অন্যান্য পদে নির্বাচিতরা হচ্ছেন, সহ-সভাপতি মোঃ আব্দুর রহমান, শ্রীমতি ফুলবাসী, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শাহজামাল মিয়া, কোষাধ্যক্ষ মোঃ মোতালেব হোসেন, সাংগঠনিক সম্পাদক জসপিনা সাংমা, দপ্তর সম্পাদক মোছাঃ বিলকিস বেগম, নির্বাহী সদস্য মোঃ দুলাল মিয়া, শ্রীমতি প্রমিতা রানী হাজং, শ্রীমতি মুনিতা হাজং। সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ শেষে ভোট গণনার পর নির্বাচন কমিশনার উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ হুমায়ুন দিলদার বিজয়ীদের ফলাফল ঘোষণা করেন। নির্বাচনে মোট ভোটারের সংখ্যা ছিল ১৬৩৩জন। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ হুমায়ুন দিলদার বলেন, সুন্দর ও মনোরম শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে।
© Deshchitro 2024