বাগেরহাটের মোরেলগঞ্জে আলহাজ্ব  ডা. মোজাম্মেল হোসেন  বুদ্ধি প্রতিবন্ধী স্কুলে খেলনা সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ বুধবার  সকাল ১০ টায় উপজেলা অফিসার্স ক্লাবে উপজেলা নির্বাহী অফিসার  মো. জাহাঙ্গীর আলম এসব উপহার সামগ্রী বিতরণ করেন।

বেসরকারি সংস্থা ওয়ার্ল্ড ভিশন মোরেলগঞ্জ এপি’র আয়োজনে  বিতরণী  অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা গৌতম কুমার বিশ্বাস, ওয়ার্ল্ড ভিশন প্রোগ্রাম অফিসার মো. নিজাম উদ্দিন প্রমুখ। এছাড়া  উক্ত অনুষ্ঠানে ডা. মোজাম্মেল হোসেন  বুদ্ধি  প্রতিবন্ধী স্কুলের শিক্ষক -শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থী ও অন্যান্য সুধীজন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে  বিভিন্ন প্রকারের খেলনা, বল,চেয়ার, কেরামবোর্ড,ছোট দোলনা,ঢেকি, রং-পেন্সিল,বইসহ ৩৬টি উপহার সামগ্রী স্কুলটিতে প্রদান করা হয়।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024