গাজীপুরের শ্রীপুর  ভুমি অফিসে র‍্যাবের সহকারী কর্ণেল পরিচয় দিয়ে তদবির করায় মিজানুর রহমান(২৩) নামে এক যুবককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয় ভ্রাম্যমাণ আদালত। 




বুধবার(২১ সেপ্টেম্বর) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি)রেহেনা আক্তার আদালত  পরিচালনা করে প্রতারণার অভিযােগে তাকে দোষী সাব্যস্ত করে এ সাজা দেন।  ।



সাজাপ্রাপ্তরা হলাে র‍্যাবের ভুয়া সহকারী  কর্ণেল পরিচয়দানকারী মিজানুর রহমান কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার জামালপুর গ্রামের নুর ইসলামের ছেলে।


 

রেহেনা আক্তার জানান, বুধবার দুপুরে উপজেলা ভূমি অফিসের কার্যালয়ে বিভিন্ন নথির শুনানি করার সময় অভিযুক্ত ব্যক্তি র‌্যাবের সহকারী কর্ণেল পরিচয়ে তদবির করতে আসেন।এ সময় সন্দেহ হলে তাকে চ্যালেঞ্জ করেন তিনি।পরে সন্দেহ প্রমাণিত হলে অফিসের লোকজন তাকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের সামনে উপস্থাপন করেন।তারপরে প্রতারণার ও সরকারি কাজে বাধা সৃষ্টির অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।



প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024