ময়মনসিংহের নান্দাইলে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের মাঝে চাহিদাভিত্তিক অ্যাসিস্টিভ ডিভাইস বিতরন করা হয়েছে।


উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে সোমবার (১৪ আগষ্ঠ)সকাল ১০ টায় উপজেলা পরিষদ হলরুমে শারিরীক প্রতিবন্ধী ১৫ জন শিক্ষার্থীদের মাঝে চাহিদাভিত্তিক অ্যাসিস্টিভ ডিভাইস হুইলচেয়ার বিতরন করা হয়।


উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবুল মনসুরের সভাপতিত্বে ও সহকারী শিক্ষা অফিসার মনিরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্থানীয় এমপি আনোয়ারুল আবেদীন খান তুহিন।


বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন  উপজেলা চেয়ারম্যান হাসান মাহমুদ জুয়েল, পৌরমেয়র মোঃ রফিক উদ্দিন ভূইয়া,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা জুয়েল, উপজেলা শিক্ষা অফিসার ফজিলাতুন্নেছা, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি নান্দাইল উপজেলা শাখার সভাপতি মোঃ আমিনুল ইসলাম আঞ্জু,সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেন উজ্জ্বল প্রমুখ। 

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024