দিনাজপুর সদরে ১৩২কেজি গাঁজাসহ শীর্ষ মাদক ব‍্যবসায়ি রেজাউলকে গ্রেফতার করেছে র‍্যাব ১৩।

র‌্যাব-১৩ ক্রাইম প্রিভেনশন কোম্পানী-২ নীলফামারীর একটি বিশেষ আভিযানিক দল গোপন তথ্যের ভিত্তিতে শনিবার ১২ আগষ্ট গভীর রাতে দিনাজপুর সদর উপজেলার কোতয়ালী থানার ভাটিনা ঠাকুরবাড়ি গ্রামে তার নিজ বাড়িতে গোপন সংবাদের ভিত্তিতে সাঁড়াশি অভিযান চালিয়ে দিনাজপুর সদর উপজেলার মাদক সিন্ডিকেটের মুলহোতা ও মাদক সম্রাট রেজাউল ইসলামকে ১৩২ কেজি গাঁজা সহ গ্রেফতার করতে সক্ষম হয়েছে ।

র‍্যাব-১৩’র অধিনায়কের পক্ষে সহকারী পরিচালক মিডিয়া ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেফতারকৃত মাদক সম্রাট রেজাউল ইসলাম(৪২) দিনাজপুর সদর উপজেলার কোতয়ালী থানার ভাটিনা ঠাকুরবাড়ি গ্রামের মৃত সিরাজুল ইসলাম এর ছেলে।


উল্লেখ্য যে, ধৃত আসামী রেজাউল ইসলাম দিনাজপুর সদর উপজেলার মাদক সিন্ডিকেটের অন্যতম প্রধান নিয়ন্ত্রণকারী।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত মাদক সম্রাট রেজাউল মাদক ব্যবসার সাথে তার সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। সে বহুদিন ধরে আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে মাদকের বড় বড় চালান সংগ্রহ করে সমগ্র উত্তরবঙ্গে সরবরাহ করে আসছে মর্মে স্বীকার করেছেন। রেজাউলের বিরুদ্ধে দিনাজপুর কোতোয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে থানায় হস্তান্তর করা হয়েছে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024