তালার পাটকেলঘাটায়  অর্পিতা বাছাড়(৪৬) নামে এক গৃহবধু আত্মহত্যা করেছে।সোমবার (১৪আগষ্ট) বেলা ১১টার দিকে  উপজেলার কৈখালী এলাকা থেকে ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। এদিকে খবর পেয়ে তালা সহকারী পুলিশ সুপার সাজ্জাত হোসেন ও পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদ হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছে। 

নিহতের স্বামী পরিমল বাছাড় জানান তার স্ত্রী আত্নহত্যা করতে পারে না। রবিবার রাতে ঘুম থেকে উঠে এক সময়ে স্ত্রীকে না পেয়ে চারিদিকে খোঁজাখুজি করতে থাকেন তিনি। পরে বাড়ির পাশে একটি পেয়ারা গাছে ঝুলন্ত লাশ দেখতে পান তিনি। 

তিনি আরো বলেন, তার স্ত্রী আত্মহত্যা করার মত মানুষ নয়। তার স্ত্রীকে সুপরিকল্পিত ভাবে হত্যা করে লাশ গাছে ঝুলিয়ে দিয়েছে বলে অভিযোগ তোলেন তিনি। 

লাশ উদ্ধারের বিষয়ে নিশ্চিত করে খলিষখালী ইউপি চেয়ারম্যান সাব্বির হোসেন জানান, মৃত্যুর কারণ জানা যায়নি।

পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)   সেখ মাহমুদ হোসেন জানান, নিহতের লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠান হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024