চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন নন্দকানন এলাকার পাহাড়িকা স্কুলের ৫ম শ্রেণির এক ছাত্রীকে অপহরণের দায়ে একই স্কুলের এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১৪ আগস্ট) দুপুরে তথ্য প্রযুক্তির সহায়তায় বান্দরবানের একটি আবাসিক হোটেল থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় ১১ বছর বয়সী অপহৃত ছাত্রীকে  উদ্ধার করা হয়। 

গ্রেপ্তার মো. মনজুরুল ইসলাম (৩৪) চট্টগ্রামের হাটহাজারী উপজেলার গুমানমর্দন ইউনিয়নের বালুখালী এলাকার মুরাদ নাজির বাড়ির মৃত আব্দুল হকের ছেলে। তিনি পাহাড়িক স্কুলের শিক্ষক।

কোতায়ালী থানায় দায়েরকৃত এজাহার সূত্রে জানা গেছে, গত শনিবার (১২ আগস্ট ) বিকালে বাসা থেকে প্রাইভেট পড়তে যাওয়ার সময় নন্দকানন পাহাড়িকা বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে কৌশলে অপহরণ করে নিয়ে যায় একই বিদ্যালয়ের শিক্ষক মো. মনজুরুল ইসলাম। পরে যথাসময়ে রাতে ঐ  ছাত্রী বাসায় না ফিরলে তার বাবা বাদী হয়ে কোতায়ালী থানায় নিখোঁজ জিডি লিপিবদ্ধ করেন। খোঁজাখুঁজির এক পর্যায়ে  তিনি জানতে পারেন তার মেয়েকে অপহরণ করা হয়েছে। পরদিন তিনি থানায় অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে থানায়  মামলা দায়ের করেন।       

  কোতায়ালী থানার ওসি জাহিদুল কবির   বলেন, বান্দরবন এলাকার একটি আবাসিক হোটেল থেকে অভিযুক্ত শিক্ষক মো. মনজুরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। সেই সাথে ভিকটিমকে উদ্ধার করা হয়।


প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024