লাখাইয়ে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত। 

লাখাইয়ে ৩ নম্বর মুড়িয়াউক ইউনিয়ন বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।  

সোমবার(১৪ আগষ্ট) ৩ নম্বর মুড়িয়াউক ইউনিয়ন এর তেঘরিয়া বাজারে বিকাল ৫ ঘটিকায় বিট পুলিশিং সভা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মোহাম্মদ নুনু মিয়া এর সভাপতিত্বে ও পুলিশ পরিদর্শক ( এস,আই)  বিপুল চন্দ্র দেবনাথ এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।  এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা  ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম আলম, মুড়িয়াউক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান  মোহাম্মদ নোমান সরোয়ার জনি।আলোচনায় অংশ নেন পুলিশ পরিদর্শক ( তদন্ত)   চম্পক দাম,  ফয়সাল,  ফজল উদ্দিন  ইমন, রিপন আহমেদ,  আইয়ুব আলী, মেম্বার ছুরুক, ফয়েজ আহমেদ,প্রমুখ ।  শুরুতে কোরআন তেলওয়াত  করেন  এ, এস, আই, আবেদ আলী। সভায় থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মোহাম্মদ  নুনু মিয়া বলেন দাঙ্গা, হাঙ্গামা,  মদ জুয়া, মিথ্যা মামলা  এসব থেকে বিরত থাকার আহবান জানিয়ে বলেন সমাজে সুন্দর ও শান্তিপূর্ন পরিবেশ রক্ষায় সকলের নিজ নিজ অবস্থান থেকে ঐক্য প্রয়াস চালাতে হবে। এ ক্ষেত্রে পুলিশ প্রশাসন সর্বাবস্থায় আপনাদের পাশে থেকে সহযোগিতা করে যাবে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024