নিয়ম ভঙ্গ করে ও সিনিয়র অফিসারের অনুমতি ব্যাতিত অপারেশন পরিচালনা ও শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে যুক্ত থাকার অভিযোগে সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রাসেল মিয়াকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। রোববার (১৩ই আগস্ট) সাভার মডেল থানা থেকে তাকে প্রত্যাহার করে নেওয়া হয়।সোমবার (১৪ আগস্ট) বিকেলে এসআই প্রত্যাহারের বিষয়টি সাংবাদিকদের কে নিশ্চিত করেছেন সাভার মডেল থানা পুলিশের পরিদর্শক (ওসি) দীপক চন্দ্র সাহা। মো. রাসেল মিয়া সাভার মডেল থানায় উপ-পরিদর্শক (এসআই) পদে কর্মরত ছিলেন।

জানা যায়, গত শুক্রবার রাতে সাভারের দক্ষিণ রাজাশন এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় আগ্নেয়াস্ত্র উদ্ধার করেন রাসেল মিয়া। এ বিষয়ে যথাযথ ব্যাখ্যা দিতে ব্যর্থ হওয়ায় তাকে প্রত্যাহার করে নেওয়া হয়।এছাড়াও উদ্ধারকৃত অস্ত্রটি দিয়ে এক ব্যক্তিকে ফাঁসানোর চেষ্টার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

ওসি দীপক চন্দ্র সাহা সাংবাদিকদের কে বলেন, শৃঙ্খলা পরিপন্থি কাজে যুক্ত থাকা ও নিয়মভঙ্গ করে অপারেশন পরিচালনা করায় তাকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024