|
Date: 2023-08-14 14:57:58 |
শ্যামনগর হাসপাতাল পরিদর্শনে নবাগত সিভিল সার্জন
রনজিৎ বর্মন শ্যামনগর উপজেলা প্রতিনিধি ঃ সোমবার সকালে সাতক্ষীরার শ্যামনগর উপজেলা হাসপাতাল পরিদর্শনে আসেন সাতক্ষীরা জেলা সিভিল সার্জন ডাঃ শেখ সুফিয়ান রস্তুম।
তিনি হাসপাতালের বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে দেখেন এবং হাসপাতালে চিকিৎসকবৃন্দ সহ অন্যান্য কর্মকর্তা কর্মচারীবৃন্দের সাথে হল রুমে মতবিনিময় করেন।
পরিদর্শনকালে তিনি সকলকে নিজ নিজ দায়িত্ব পালনের আহব্বান জানান। এবং হাসপাতালের ভবন সংকটের বিষয়ে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করবেন বলে জানান।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ জিয়াউর রহমান, সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা পুলক কুমার চক্রবর্তী, শ্যামনগর হাসপাতালের আরএমও ডাঃ জি এম তরিকুল ইসলাম, এমওডিসি ডাঃ মোঃ মিলন হোসেন, ডাঃ মীম মখদুম জাহান রানা, ডাঃ নাজমুল হুদা প্রমুখ।
ছবি- শ্যামনগর হাসপাতাল পরিদর্শনকালে হাসপাতালের কর্মকর্তা ও কর্মচারীদের উদ্দেশ্যে বক্তব্য রাখছেন সিভিল সার্জন ডাঃ শেখ সুফিয়ান রস্তুম।
© Deshchitro 2024