কুমিল্লার চান্দিনায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, মিলাদ ও দোয়ানুষ্ঠান হয়।

মঙ্গলবার (১৫ আগস্ট) সকালে উপজেলার বাড়েরা ইউনিয়নের চিলোড়া বাজারে ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মো. সেলিম ভুঁইয়ার আয়োজনে ওই আলোচনা সভা ও দোয়ানুষ্ঠান হয়।

এসময় উপস্থিত ছিলেন - ৯নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি বাবুল দত্ত, সহ-সভাপতি শাহ আলম ভুঁইয়া, সাধারণ সম্পাদক নাছির উদ্দীন, ইউনিয়ন আওয়ামী লীগ ক্রীড়া সম্পাদক ইউসুফ সুমন, ইউনিয়ন যুবলীগ সহ-সম্পাদক আনোয়ার হোসেন ভূইয়া, আওয়ামী লীগ নেতা মো. সোহেল, হান্নান ভুঁইয়া, কবির হোসেন, আবুল কাশেম, হাশেম প্রধান প্রমুখ।

উক্ত অনুষ্ঠানে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন- মাওলানা আবুল বাশার ফারুকী। উপস্থিতি সবার মাঝে খাবার পরিবেশন করা হয়।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024