মৌলভীবাজারে বায়তুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদরাসার নতুন ক্যাম্পাস উদ্বোধন উপলক্ষে মাদরাসা প্রঙ্গণে বুধবার দুপুরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মাদরাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মাওলানা শায়খ ফজলুল রহমান এর সভাপতিত্বে ও মাদরাসার ব্যবস্থাপনা পরিচালক হাফেজ মাওলানা লুৎফুর রহমান ফেরদৌস চৌধুরীর সঞ্চালনায় মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার দারুল উলুম টাইটেল মাদ্রাসার মুহতামিম ও শায়খুল হাদিস মুফতি শামসুদ্দোহা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
মৌলভীবাজার পৌরসভার ২নং ওয়ার্ড কাউন্সিলর আসাদ হুসেন মককু, জামেয়া জামেয়া আয়েশা সিদ্দিকা মৌলভীবাজার এর মুহতামিম মাওলানা আলতাফুর রহমান সাদেকী, বনশ্রী জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আব্দুস শাকুর কাজির গাঁও জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মুহররম আলী। আরো উপস্থিত ছিলেন মাদরাসার শুভাকাঙ্খী কাজী ইউসুফ শরীফ, মোহাম্মদ রাজু চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী মুহাম্মদ হাসান চৌধুরী।

বায়তুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদরাসার ব্যবস্থাপনা পরিচালক, জাতীয় সনদ ও পুরস্কারপ্রাপ্ত উস্তাজুল হুফফাজ হাফেজ মাওলানা লুৎফুর রহমান ফেরদৌস চৌধুরী জানান-মাদরাসাটি চলিত মাসে ওয়াবদা রোডের ১২৭ বনশ্রী আবাসিক এলাকায় স্থানান্তর করা হয়েছে। এর আগে মাদরাসাটি শহরের কাজিরগাঁও এলাকায় ছিল। বর্তমান ক্যাম্পাসটি চমৎকার লোকেশন ও মনোরম পরিবেশে বেষ্টিত। আপনার সন্তানকে ভালো মানের হিফজুল কুরআন পড়াতে চাইলে নিঃসন্দেহে এ প্রতিষ্ঠানে ভর্তি করাতে পারেন। পড়ালেখার মানোন্নয়নে প্রতিষ্ঠানটি এগিয়ে যাচ্ছে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024