১৫ই আগস্ট, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষে ঢাকার দোহার উপজেলার মুকসুদপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল সম্পন্ন হয়েছে। মঙ্গলবার সকালে বিদ্যালয়ের অডিটোরিয়ামে শিক্ষক ও সকল শিক্ষার্থীদের নিয়ে আলোচনা সভা ও দোয়ার আয়োজন করে বিদ্যালয় কতৃপক্ষ। 


এসময় উপস্থিত বক্তারা হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ, নেতৃত্ব ও দেশের প্রতি বিষয়টি শিক্ষার্থীদের মাঝে তুলে ধরেন। 


পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে কবিতা আবৃত্তি ও চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করা হয় ও বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেওয়া হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আসাদুর রহমান, সহকারী প্রধান শিক্ষক জনাব রিয়াজুল হাসানসহ অন্যান্য শিক্ষকবৃন্দ। 

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024