টেকনাফে র‌্যাব-১৫ এর সদস্যরা অভিযান চালিয়ে ৩ কেজি গাঁজাসহ এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে।


সুত্র জানায়, গত ১৩ আগস্ট বিকাল ৩টারদিকে কক্সবাজার র‌্যাব-১৫ এর (সিপিসি-১) টেকনাফ ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ-শাহপরীর দ্বীপগামী পাকা রাস্তার উপর আল-জামিয়া আল ফারুকীয়া মাদ্রাসার সামনে জনৈক সিরাজ মিয়ার পরিত্যক্ত চা-দোকান এলাকায় অভিযানে যায়। এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে কৌশলে দৌড়ে পালানোর চেষ্টাকালে টেকনাফ নাইট্যং পাড়ার ছিদ্দিক আহমদের পুত্র মোঃ জাবেদ (২৪) কে একটি শপিং ব্যাগসহ গ্রেফতার করে। পরে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটক ব্যক্তির দেহ ও শপিং ব্যাগ তল্লাশী করে ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়। 



কক্সবাজার র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আবু সালাম চৌধুরী জানান,উদ্ধারকৃত গাঁজাসহ ধৃত মাদক কারবারীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। ###

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024