|
Date: 2023-08-15 11:06:25 |
মুন্সি শাহাব উদ্দিন ( চট্টগ্রাম-লোহাগাড়া) ঃ- টুুঙ্গি পাড়ার দুরন্ত কিশোর খোকা সময়ের দীর্ঘ পথ পরিক্রমায় হয়ে ওঠেন বাঙ্গালী জাতির অবিসংবাদিত নেতা স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ১৯৭৫ সালের এই দিনে মুক্তিযুদ্ধের পরাজিত শক্তি স্বাধীন বাংলাদেশের স্থপতি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুুজিবুর রহমানকে সপরিবারে নৃশংসভাবে হত্যা করে জাতির ইতিহাসে এক কালো অধ্যায়ের সুচনা করে। জাতির এই মহান নেতাকে ঘাতকরা এই দিনে বুলেটের আঘাতে হত্যা করার মধ্য দিয়ে বাঙ্গালী জাতিকে নেতৃত্ব হারা করার চেষ্টা করে। বাঙ্গালী জাতি কখনো এই শোকের দিনকে ভূলতে পারেনি। বাঙ্গালী জাতি বিভিন্ন ভাবে এই শোক দিবস পালন করে।
এরই ধারাবাহিকতায় আজ ১৫ আগষ্ট মঙ্গলবার বঙ্গবন্ধু মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদত বার্ষিকী উপলক্ষ্যে লোহাগাড়া উপজেলা কৃষক লীগ কতৃক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন করার মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন। এসময় উপস্থিথ ছিলেন, লোহাগাড়া কৃষকলীগের সভাপতি আলী আহমদ, সাধারণ সম্পাদক জনাব রফিকুল ইসলাম চৌধূরী, সহ-সভাপতি ও লোহাগাড়া সাংবাদিক সোসা্ইটির সভাপতি তুষার কান্তি বড়ুয়া, সহ-সভাপতি আব্দুল জব্বার, যুগ্ম সম্পাদক নুরুল আলম মিন্টু, লোহাগাড়া সাংবাদিক সোসাইটির সাধারণ সম্পাদক ও উপজেলা কৃষকলীগের প্রচার সম্পাদক জনাব জাহাঙ্গীর আলম তালুকদার, আইন বিষয়ক সম্পাদক শিক্ষক মোহাম্মদ বেলাল। সাহিত্য ও প্রকাশনা সম্পাদক বাবু নিতাই চৌধুরী।
চুনতি ইউনিয়নের কৃষকলীগের সম্পাদক জনাব সাহাবুদ্দিন, পদুয়া ইউনিয়ন কৃষকলীগের সম্পাদক জনাব মহিউদ্দিন, লোহাগাড়া ইউনিয়ন কৃষকলীগের সম্পাদক জনাব আব্দুল মাবুদ বাবুল, আমিরাবাদ ইউনিয়ন কৃষকলীগের সম্পাদক মোহাং সেলিম, বড়হাতিয়া ইউনিয়ন কৃষকলীগের সম্পাদক মোহাম্মদ আয়ুব, চরম্বা ইউনিয়ন কৃষকলীগের সভাপতি জনাব হাজী মোহাম্মদ ফোরখান, লোহাগাড়া্ ইউনিয়ন কৃষকলীগের ভারপ্রাপ্ত সভাপতি জনাব শফিকুর রহমান, আমিরাবাদ ইউনিয়ন কৃষকলীগের সভাপতি জনাব্ আব্দুর নুর, চুনতি ইউনিয়ন কৃষকলীগের সভাপতি জনাব মোঃ বজলূর রশিদ, আধুনগর ইউনিয়ন কৃষকলীগের সভাপতি বাবু মৃদুল বড়ুয়া, পদুয়া ইউনিয়ন কৃষকলীগের সভাপতি কাজী শের আলী সহ বিভিন্ন ইউনিয়নের নেতা কর্মিরা উপস্থিথ ছিলেন। শ্রদ্ধা নিবেদন শেষে উপজেলা অফিস কার্য্যলয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়।
© Deshchitro 2024