|
Date: 2022-09-21 23:37:45 |
২১ সেপ্টেম্বর ২০২২ বুধবার সকাল ১০টায় আন্তর্জাতিক নদী দিবস উপলক্ষে বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলন কর্তৃক আয়োজিত জাতীয় সংসদ পার্লামেন্ট এল ডি হলে "জলবায়ু সংকট মোকাবেলায় নদীর গুরুত্ব" শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোঃ শাহ্ আজম। তিনি বলেন, অপরিকল্পিত নগরায়ন ও শিল্পায়ন, বনাঞ্চল ধ্বংস একদিকে যেমন জলবায়ু পরিবর্তন করছে অন্যদিকে নদীর নাব্যতা কমিয়ে দিচ্ছে। এতে করে ছোট ছোট নদীগুলো দিন দিন মৃতপ্রায় হয়ে যাচ্ছে। আমরা যদি নদীকে বাঁচাতে না পারি তবে আমাদের এই সভ্যতা টিকে থাকবে না। সুতরাং এই সভ্যতা টিকিয়ে রাখার জন্য আমাদেরকে নদী রক্ষার বিকল্প নেই। নদীর রক্ষা করতে হলে নিয়মিত নদীর খনন, নদীকে দখল মুক্ত করা এবং নদীকে আপনার করে ভালোবাসতে হবে। বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী জাতির জনক বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা জলবায়ু পরিবর্তন এবং নদীরক্ষা বিষয়ে যথেষ্ট সচেতন। তাঁর প্রচেষ্টায় দেশে বহু নদী দখলমুক্ত এবং দূষণমুক্ত হয়েছে। আশা করি, অদূর ভবিষ্যতে বাংলাদেশের নদীগুলো আবারো তার প্রবাহধারা পুনরায় ফিরে পাবে এবং বাংলাদেশের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে নদী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলনের সভাপতি অধ্যাপক মোঃ আনোয়ার সাদতের সভাপতিত্বে উক্ত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় ডেপুটি স্পিকার জনাব শামসুল হক টুকু। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন পানি সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ার এবং বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য শেখ মনোয়ার হোসেন।
© Deshchitro 2024