জামালপুরের সরিষাবাড়ীতে জায়েদা বেগম নামে (২৮) দুই সন্তানের এক জননীর রহস্য জনক মৃত্যুর ঘটনা ঘটেছে। 

মঙ্গলবার (১৫ আগস্ট) দুপুরে পৌরসভার বাউসি চর-বাঙ্গালী গ্রাম থেকে গলায় দড়ি পেঁছানো তার মরদেহ উদ্ধার করা হয়েছে। পৌর কাউন্সিলর মোশাররফ হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। 

স্থানীয় সুত্রে জানা যায়, গত ১০ বছর আগে ডোয়াইল ইউনিয়নে টাংগাইল রাজিব দিয়ার গ্রামের জানিক মিয়ার মেয়ে জায়েদার সাথে পারিবারিক ভাবে বিয়ে হয়। পৌরসভার চর-বাঙ্গালী গ্রামের আমির উদ্দিনের ছেলে ‘মহর মিয়া’ সাথে। বিয়ের পর থেকেই নানা বিষয়ে তাদের মধ্যে ঝগরা বিবাদ লেগেই থাকতো।

জায়েদা বেগমের স্বামী ঢাকাতে রাজমিস্ত্রির কাজ করে। কাজের সুবাদে সে শহরে রয়েছেন। জায়েদা বেগম দুই সন্তান এবং শাশুড়িকে নিয়ে বাড়িতেই থাকতেন। হটাৎ মঙ্গলবার দুপুরে প্রতিবেশীরা তার ঘরে গেলে জায়েদার ঝুলন্ত দেহ দেখতে পান। পরে সংবাদ পেয়ে সরিষাবাড়ী থানা পুলিশ লাশ উদ্ধার করে। তবে এমন মৃত্যু মেনে নিতে পারছেন না বাপের বাড়ির লোক জন।

গৃহবধূর পরিবার বলেন, ‘জায়েদার মাঝে মধ্যে মাথায় সমস্যা হয়। তবে জায়েদা ফাঁসি নিয়ে মরতে পারে না। এর পিছনে কোন কারণ রয়েছে। 

এ-ব্যাপারে সরিষাবাড়ী থানার কর্মরত এস.আই বশির জানান, ফাঁসিতে ঝুলে আত্মহত্যার সংবাদ পেয়ে ঘটনাস্থলে এসে তদন্ত করা হচ্ছে। উদ্বর্তনদের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024