বগুড়ার আদমদীঘি উপজেলায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে। আজ মঙ্গলবার (১৫ আগস্ট) সকালে উপজেলা প্রশসন ও আওয়ামীলীগ পৃথক পৃথক কর্মসুচীর মাধ্যমে দিবসটি পালন করেন। শহীদ মিনার চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান-এর ম্যুরালে উপজেলা প্রশাসন, আওয়ামীলীগ, পুলিশ, মুক্তিযোদ্ধা সংসদ, হাসপাতাল শিক্ষা প্রতিষ্টানসহ বিভিন্ন প্রতিষ্ঠান পুষ্পস্তবক অর্পণ ও দোয়া অনুষ্ঠিত হয়। 

বেলা ১১টায় শহীদ মিনার চত্বরে আলোচনা সভা উপজেলা নির্বাহি অফিসার টুকটুক তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি সিরাজুল ইসলাম খান রাজু। আরো বক্তব্য রাখেন, সহকারি কমিশনার (ভূমি) মুনিরা সুলতানা, সহকারি পুলিশ সুপার নাজরান রউফ, মহিলা ভাইস চেয়ারম্যান সালমা বেগম, কৃষি অফিসার মিঠু চন্দ্র অধিকারী, মৎস্য কর্মকর্তা সুজয় পাল, ওসি রেজাউল করিম, সাবেক কমান্ডার আব্দুল হামিদ, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আবু রেজা খান, নাজমুল হুদা খন্দকার, আব্দুল হক আবু, আ‘লীগের যুগ্ম সম্পাদক সাজেদুল ইসলাম, নিসরুল হামিদ, যুবলীগের সভাপতি শাহিনুর রহমান, সম্পাদক জিল্লুর রহমানসহ নেতৃবর্গ।

এছাড়া মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে সাবেক কমান্ডার আব্দুল হামিদের সভাপতিত্বে আলোচলা সভা ও বিকেলে উপজেলা আওয়ামীলীগের সভাপতি সিরাজুল ইসলাম খান রাজুর সভাপতিতে বাসস্ট্যান্ড চত্বরে আওয়ামীলীগের উদ্যোগে শোক র‌্যালি ও শোকসভা অনুষ্ঠিত হয়। 

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024