|
Date: 2023-08-15 13:51:42 |
মিঠাপুকুরে শোক র্যালী,আলোচনা সভা ও দোয়া মাহফিল
মিঠাপুকুর প্রতিনিধি
রংপুরের মিঠাপুকুর উপজেলায় মহান স্বাধীনতার স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য শোক র্যালী,আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।শোক র্যালীটি শঠিবাড়ি উচ্চ বিদ্যালয় থেকে শুরু হয়ে মিঠাপুকুর উপজেলা ওভার ব্রীজের নিচে এসে শেষ হয়।
মঙ্গলবার বিকালে উপজেলার ঢাকা-রংপুর মহাসড়কের ওভার ব্রীজের নিচে উপজেলা আওয়ামীলীগের একাংশ শোক র্যালী,আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেন।
আলোচনা সভায় উপজেলা আওয়ামী লীগ নেতা আলহাজ্ব রেজাউল করিম মুকুলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও মিঠাপুকুর উপজেলা পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন সরকার। আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান নিরঞ্জন মহন্ত, মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা জেসমিন, বড় হযরতপুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা রিপন মাস্টার সহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
শোক র্যালী,আলোচনা সভা ও দোয়া মাহফিলে উপজেলার ১৭টি ইউনিয়নের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
মিঠাপুকুর (রংপুর)প্রতিনিধি
তারিখ ঃ১৫/০৮/২০২৩ইং
মোবাইল ঃ০১৭৪৪৮৯৬৫৮৮
© Deshchitro 2024