|
Date: 2023-08-15 14:20:49 |
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৮ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে উপজেলা প্রশাসন ও পরিষদের বিভিন্ন কর্মসূচির আলোকে যথাযথ মর্যাদার সাথে, উপজেলা প্রশাসন চত্বরে বঙ্গবন্ধু মুরালে ফুলেল শুভেচ্ছা, দোয়া মাহফিল, আলোচনা সভা ও ১৫ জন যুবক- যুবতী প্রশিক্ষণ প্রাপ্তদের মাঝে ৭ লক্ষ ৩০ হাজার টাকার চেক প্রদান করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পটুয়াখালী -১১৩(৩) আসনের জনপ্রিয় সংসদ সদস্য এস এম শাহজাদা এমপি। সভাপতিত্ব করেন উপজেলা সুদক্ষ নির্বাহী অফিসার মোঃ মহিউদ্দিন আল হেলাল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনপ্রিয় উপজেলা চেয়ারম্যান মু.শাহিন শাহ, আ'লীগের সভাপতি অধ্যাপক সন্তোষ দে, মহিলা ভাইস চেয়ারম্যান ওয়ানা মার্জিয়া নিতু, সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ সাইফুল ইসলাম, অফিসার ইনচার্জ শোনিত কুমার গায়েন, বীর মুক্তিযোদ্ধা নিজাম উদ্দিন তালুকদার, প্রেসক্লাব সভাপতি মু. খালিদ হোসেন মিল্টন ও আটখালি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সাংবাদিক সমিত কুমার দত্তম মলায় প্রমুখ। অনুষ্ঠানে ভাষ্যকার ও উপস্থাপক ছিলেন পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ মাহবুব হাসান শিবলী। অনুষ্ঠানে উপজেলার সকল কর্মকর্তা, প্রতিষ্ঠানিক প্রধান, শিক্ষার্থী, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুধী ও গণমাধ্যম কর্মী উপস্থিত ছিল। এছাড়া উপজেলা আওয়ামী লীগ বিভিন্ন কর্মসূচি নিয়ে জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধা,শোক রেলি, আলোচনা, দোয়া মোনাজাত ও গরিব মেহনতি মানুষের জন্য উন্নত মানের খাবার পরিবেশন করে।
© Deshchitro 2024