|
Date: 2023-08-16 04:02:07 |
জামালপুরে মাদারগঞ্জে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাৎ বার্ষিকি উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে৷ মঙ্গলবার বেলা ১১টায় মাদারগঞ্জ আব্দুল আলী মির্জা কাশেম ফাজিল ডিগ্রি মাদ্রাসার আয়োজনে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়৷ আলোচনা সভায় সভাপতিত্ব করেন অত্র প্রতিষ্ঠানে অধ্যক্ষ আলহাজ্ব মোহাম্মদ গোলাম রব্বানী৷ অত্র প্রতিষ্ঠানে সহকারী অধ্যাপক হেলাল উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন অধ্যাপক, সহকারী অধ্যাপক, অধ্যাপিকা,প্রভাষক, শিক্ষক শিক্ষার্থী বৃন্দ৷ আলোচনার শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত এবং কালো পতাকা উত্তলন ও জাতীয় পতাকা অর্ধনির্মিত করণ করা হয়৷ আলোচনা শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সকল শহীদদের মাগফেরাত কামনা ও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও জামালপুরের উন্নয়নের রুপকার আলহাজ্ব মির্জা আজম এম পি মহোদয়ের সু স্বাস্থ্য কামনায় দোয়া করা হয়৷ দোয়া পরিচালনা করেন অত্র মাদ্রাসার সহকারী মৌলভী মাওলানা আতাউর রহমান৷ বঙ্গবন্ধু ও বাংলাদেশ বিষয়ে ৩০ টি প্রশ্ন সংবলিত ৩ টি গ্রুপে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়৷ কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের মাঝে পুরষ্কার ও উপস্থিত সকলকে সান্তনা পুরস্কার দেওয়া হয়৷
© Deshchitro 2024