সুরেলা সুর শুনেছি প্রাতে,

বিমোহিত আমারও হৃদয় তাতে।

যে সুর লেগেছে অন্ত মনে,

প্রিয়,বাঝিছো বসে এ সুর কোন খানে?


পর রাতে আধার নীলিমায়,

আসবে কি প্রিয়, আমারও নিরব প্রেমময়ী হয়ে-

সে পূর্ণিমায়!!

বাঝিবে কি তুমি,আজিকের সুর আমারও অন্তরায়?

বিরহী হয়ে সে সুর যে শুনতে চায়!

ওগো প্রিয়,তোমারও পরম্পরায়।

পর রাতে আধার নীলিমায়,

আসবে কি প্রিয় আমারও নিরব প্রেমময়ী হয়ে-

সে পূর্ণিমায়!!


ঐ দেখো প্রিয় দিগন্তের কিনারায়,

তার মাঝে দুজনা মিলে গাথিবো-

সুরের বিননী এ ধরায়।

ভাসবে সে সুর দক্ষিনা হাওয়ায়,

পর রজনীতে আধার নীলিমায়,

আসবে কি আমারও নিরব প্রেমময়ী হয়ে, 

সে পূর্ণিমায়!!


ইয়াছিন আরফাত মঈন 

শিক্ষার্থী ঢাকা কলেজ 


প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024