সাতক্ষীরার শ্যামনগর থানা পুলিশের অভিযানে এক শ গ্রাম গাঁজা উদ্ধার সহ মাদক মামলায় এক জন, নিয়মিত মামলায় এক জন, ও সিআর/জিআর পরোয়ানাভুক্ত তিন জন সহ মোট পাঁচ জনকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (১৫ আগষ্ট) দিবাগত রাতে শ্যামনগর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করা হয় এবং বুধবার (১৬ আগষ্ট) সকালে তাদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
শ্যামনগর থানা পুলিশ সুত্রে প্রকাশ, শ্যামনগর থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদের নেতৃত্বে থানার এক চৌকশ আভিযানিক দল অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য আইনের মামলায় এক শত গ্রাম গাঁজা সহ ধুমঘাট চরেরচক গ্রামের আব্দুল খালেক গাজীর পুত্র মোঃ রফিকুল ইসলাম, নিয়মিত মামলা ও পরোয়ানাভুক্ত হিসাবে উপজেলার পাতাখালী গ্রামের মৃত জামাল উদ্দিন গাজীর পুত্র মোঃ আবুল হাসান, চিংড়াখালী গ্রামের আব্দুর রউফ গাজীর পুত্র মোঃ রাশিদুল গাজী, রামগোবিন্দপুর গ্রামের মোঃ করিম মিস্ত্রীর পুত্র আব্দুল হাই ও পাতাখালী গ্রামের মোঃ নুরুল সরদারের পুত্র রবিউল ইসলামকে আটক করা হয়েছে। সকলের বাড়ী শ্যামনগর উপজেলায়।
শ্যামনগর থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ বলেন আটককৃতদের বুধবার সকালে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।