দীর্ঘদিন যাবৎ পলাতক হত্যা মামলার মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামিকে ফরিদপুর জেলা থেকে গ্রেফতার করেছে উলিপুর থানা পুলিশ। 



আজ বুধবার (১৬ আগস্ট) বিকেলে এ তথ্য জানিয়েছে পুলিশ। জানা গেছে, ২০০১ সালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ক্যান্টনমেন্ট থানার হত্যা মামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামী কুড়িগ্রামের আনোয়ারুল ইসলাম। তিনি উলিপুর উপজেলার পূর্ব শিববাড়ি এলাকার বাসিন্দা। দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন স্থানে  পলাতক থাকার পর উলিপুর থানার একটি চৌকস টিম ফরিদপুর জেলার ভাঙ্গা থানা থেকে র‌্যাবের সহযোগিতায় গতকাল রাতে গ্রেফতার করে নিয়ে আসে।



জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার রুহুল আমীন বলেন, গ্রেফতারকৃত আসামী দীর্ঘদিন ধরে সাজার ভয়ে বাংলাদেশের বিভিন্ন জেলায় অবস্থান করে এবং কিছুদিন পরপর তার অবস্থান পরিবর্তন করে। উলিপুর থানা পুলিশ দীর্ঘ সময় ধরে উক্ত পলাতক আসামীকে গ্রেফতারের লক্ষ্যে বিভিন্ন কৌশল অবলম্বন করে ও গোপন তথ্য সংগ্রহ করে তার অবস্থান নিশ্চিত করে ফরিদপুর থেকে পুলিশ-র‍্যাবের যৌথ কর্মপ্রচেষ্টায় উক্ত আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়।  নিরাপদ কুড়িগ্রামের লক্ষ্যে আমাদের এই ধারাবাহিক যৌথ কর্মপ্রচেষ্টা  অব্যহত থাকবে। 


প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024