মো: সিহাব উদ্দিন সরিষাবাড়ি প্রতিনিধি:-জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার ৪ নং আওনা ইউনিয়নের কাবারিয়াবাড়ী গ্রামের শফিকুল ইসলাম এর ছেলে লামিম (৮)   নামে এক শিশু পানিতে ডুবে মৃত্যু বরন করেছে। 

আজ বুধবার ১৬-০৮-২৩ ইং তারিখ কাবারিয়াবাড়ী বাজারের সন্মুখে ঝিনাই নদীতে দুপুর বেলা অন্যন্য ছেলেদের সাথে নদী সাঁতরে পার হতে গিয়ে অন্য ছেলেরা তীরে আসলেও লামিম নদীতে ডুবে যায়। অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে সরিষাবাড়ী হতে ফায়ার সার্ভিস বিভাগের কর্মীগণ এসে বিকাল সাড়ে চারটার দিকে নদী থেকে লাশ উত্তোলন করা হয়।

লামিম ৪৩ নং কাবারিয়াবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্র ছিল বলে  শিক্ষক জোয়াহের আলী  জানান।

 শিশুটির অকাল মৃত্যুতে এলাকায় শোকের মাতম চলছে।


প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024