|
Date: 2023-08-16 12:16:53 |
বাংলাদেশ জমিয়াতুল মোদাররেসীন রাঙ্গুনিয়া উপজেলা শাখার আয়োজনে নবগঠিত কার্যকরী পরিষদের অভিষেক ও বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান আলমশাহপাড়া কামিল (এম. এ) মাদ্রাসার হলরুমে বুধবার (১৬ আগস্ট) বিকালে অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের রাঙ্গুনিয়া উপজেলার সভাপতি অধ্যক্ষ মাওলানা মীর মোহাম্মদ জাহাঙ্গীরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আতাউল গনি ওসমানী।
প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ জমিয়াতুল মোদাররেসীন চট্টগ্রাম জেলার সভাপতি মাওলানা মোখতার আহমদ। বিশেষ অতিথি ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুরুল ইসলাম চৌধুরী। সংবর্ধিত অতিথি ছিলেন বাংলাদেশ জমিয়াতুল মোদাররেসীন রাঙ্গুনিয়া উপজেলার সাবেক সভাপতি অধ্যক্ষ মাওলানা ক্বারী মোহাম্মদ আবু তৈয়ব হামিদী, সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ আবু তাহের।
বর্তমান সাধারণ সম্পাদক মাওলানা ইলিয়াস নূরীর সঞ্চালনায় বক্তব্য দেন সংগঠনের অর্থ সম্পাদক হাফেজ মুহাম্মদ মঈন উদ্দিন কুতুবি, সহ সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ আশরাফুজ্জামান আল কাদেরী, যুগ্ম সাধারণ সম্পাদক এস এম মঈন উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মাওলানা মুহাম্মদ ইউসুফ আল কাদেরী, হিসাব নিরীক্ষণ আহবায়ক সহকারী অধ্যাপক নূর মোহাম্মদ প্রমুখ। শেষে বিদায়ী নেতৃবৃন্দের সম্মাননা স্মারক তুলে দেয়া হয়।
© Deshchitro 2024