|
Date: 2023-08-16 12:19:19 |
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে মাস ব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে টেকনাফের সাবরাং ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে শোক দিবস পালিত হয়েছে।
এউপলক্ষে বুধবার (১৬ আগস্ট) সকালে কালো ব্যজ ধারণ, জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
পরে দুপুরে প্রায় চার হাজারের অধিক মানুষ গণভোজে অংশ গ্রহণ করেন।
এর আগে শোক দিবসের আলোচনা সভা সাবরাং ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সোনা আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফয়সাল আল সুমনের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব নুরুল বশর। প্রধান বক্তা ছিলেন টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব মোরশেদ।
অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগ সহ সভাপতি আবুল কালাম,
আলীগ নেতা সাইফুদ্দিন খালেদ, এম হাম জালাল, এজাহার মিয়া, সাবরাং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর হোসেন, মো. শরীফ মেম্বার, নুর মোহাম্মদ মেম্বার, আবুল কালাম, অলি আহমদ, মোহাম্মদ হোছাইন, রাজিবুল হাসান ফারুখ, উপজেলা ছাত্রলীগ সভাপতি সাইফুল ইসলাম মুন্না, সাবরাং ইউনিয়ন সভাপতি মাহামুদুল হক মুন্না, প্রমুখ।
© Deshchitro 2024