ঈশ্বরগঞ্জে কন্দাল ফসল উন্নয়নে কৃষকদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার কৃষক প্রশিক্ষণ হলরুমে ৬ দিনব্যাপি প্রশিক্ষণের সমাপনী ব্যাচের প্রশিক্ষণ প্রদান করা হয়।

প্রতিদিন ৩০ জন করে উপজেলার ১শ ৮০ জন কৃষক প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

সমাপনী দিনে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা নুসরাত জামান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা প্রতীশ চন্দ্র পাল, উপজেলা পরিষদের মহিলা-ভাইস চেয়ারম্যন মাহমুদা হাসান পলি প্রমুখ।


প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024