সিরাজগঞ্জ সদর উপজেলাধীন ৮ নং কাওয়াকোলা ইউনিয়নের ৩নং ওয়ার্ড  কাটাঙ্গা মইসাহাটা গ্রামের হত দরিদ্র মো:রেজাউল করিম গফুরের ছোট ছেলে আবু বক্কর সিদ্দিক শারীরিক ভাবে খুবই অসুস্থ হয়। অসহায় দিনমজুর এই মানুষটি তার ছেলের উন্নত চিকিৎসা করাতে পারছে না টাকা ও বুদ্ধির অভাবে। কাটাঙ্গা গ্রামের প্রতিবেশী ছালমা খাতুনের পরামর্শে একমাত্র ছেলের উন্নত চিকিৎসার জন্য সিরাজগঞ্জ শহরের কালীবাড়ি রোডস্থ কড়িতলা এলাকায় অবস্থিত ডায়মন্ড মেডিকেল ওষুধের দোকানে  নিয়ে আসে দিনমজুর রেজাউল করিম গফুর। 

এ বিষয়ে সিরাজগঞ্জ শহরে ঐতিহ্যবাহী ডায়মন্ড মেডিকেলের মালিক মো:রাকিব তালুকদার  বলেন,অসহায় দরিদ্র রেজাউল করিম গফুর ভাই আমার দোকানে আসে এবং তার ছেলে আবু বক্কর সিদ্দিক এর পায়ের ইনফেকশন হয়েছে এই কথা বলে। আমি নিজের চোখে দেখলাম পায়ের অবস্থা খুব খারাপ। শিশুটি উন্নত চিকিৎসার জন্য পরামর্শ দেই। পরে আমি ই.বি রোডস্থ মদিনা হাসপাতালের কর্তৃপক্ষ নজরুল ইসলাম ভাইয়ের সাথে মোবাইলে কথা বলি এবং অসহায় এই ছেলেটির বিনামূল্যে চিকিৎসা ব্যবস্থা করে দেই। আমার সাধ্য মতে আমার নিজস্ব দোকান থেকে যাবতীয় ঔষধ বিনামূল্যে দেই এবং সব সময় খোঁজ খবর নিয়ে থাকি। উপকার ভোগী অসহায় দিনমজুর রেজাউল করিম গফুর বলেন,মহান আল্লাহ পাকের কাছে রাকিব ভাইয়ের জন্য দোয়া করি তিনি আমাকে যে ভাবে সাহস,বুদ্ধি,উপকার ও বিনামূল্যে ওষুধ দিয়ে সার্বিক সহযোগিতা করেছেন যা আমি সত্যি আনন্দিত ও চির কৃতজ্ঞ। পাশাপাশি শহরের মদিনা হাসপাতালে আমার ছোট ছেলেকে চিকিৎসা পর্যন্ত  করিয়াছেন। আমি খুব আনন্দিত। বর্তমানে আমার ছেলে আবু বক্কর সিদ্দিকী এর পায়ের অবস্থা এখন ভালো ও উন্নতির দিকে ।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024