নান্দাইলে সাপের কামড়ে শিশুর মৃত্যু, পাগলপ্রায় মা 


ময়মনসিংহের নান্দাইলে রাতে ঘুমের মধ্যে সাপের কামড়ে হাসান মিয়া নামে সাড়ে তিনবছরের এক শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। 


হাসান উপজেলার বীরবেতাগৈর ইউনিয়নের বীরকামট খালী গ্রামের টমটম চালক আঃ আউয়াল এবং রিমা দম্পতির একমাত্র ছেলে।


বুধবার (২১ সেপ্টেম্বর) রাত সাড়ে এগারটায় বীরকামট খালী গ্রামে নিজ ঘরে এ মর্মান্তিক ঘটনা ঘটে।


শিশুর পরিবারসুত্রে জানা যায়,হাসান রাতে পিতামাতার সাথে ঘুমিয়েছিল।গভীর রাতে ঘুম ভাঙে পিতামাতার।এসময় ঘরের ভীতর দরজার সামনে একটি বিষাক্ত  সাপ চোখে পড়ে তাদের। পরে ঘরের ভীতর থেকে তাদের চিৎকার শুনে বাড়ির অন্যরা এসে সাপটিকে মেরে ফেলে।


শিশুর কাকা উজ্জ্বল জানান, সাপটি মারার পর হাসানের অবস্থা গুরুতর হলে রাত ১ টায় প্রথমে স্থানীয় ওঁঝা এবং পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় পরিবারের লোকজন।হাসপাতালে পৌঁছার পর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


স্থানীয় ইউপি সদস্য মো.ইলিয়াস কাঞ্চন বলেন, শিশু হাসানের মৃত্যুর খবর শোনে তাদের বাড়িতে যাই।পরিবারের সন্দেহ তাদের সন্তানকে সাপে কেটেছে।


উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাহমুদুর রশিদ বলেন,রাতে হাসপাতালে একটি মৃত শিশুকে নিয়ে আসছিল। তাকে সাপে কামড় দিয়েছে কিনা এটি নিশ্চিত না।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024