রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০০৭-০৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী  ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মিনারুল ইসলাম মিনার আজ (১৭ই আগস্ট) গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে  ঢাকা মেডিকেল কলেজের শেখ হাসিনা বার্ন ইনিস্টিউটে মৃত্যুবরণ করেন। গত ১৪ই আগস্ট তার নিজ বাড়িতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে তার বাবা, মা ও তিনি মারাত্মকভাবে দগ্ধ হন।সেদিনই তাদেরকে ঢাকা মেডিকেল কলেজের শেখ হাসিনা বার্ন ইনিস্টিউটে ভর্তি করা হয়।


চিকিৎসাধীন অবস্থায় তার বাবা পরের দিনই হাসপাতালে মৃত্যুবরণ করেন।মিনারের শরীরে তখনও ৯৫ শতাংশ পোড়া।অবস্থার অবনতি হলে দুর্ঘটনার পরেরদিনই তাকে আইসিইউতে নেওয়া হয়।কিন্তু তার অবস্থা ক্রমেই খারাপ হয়, শরীরে রক্ত সংকট ও ফুসফুসে পানি জমে যায়। এভাবেই টানা তিন দিন মৃত্যুর সাথে লড়ায় করে আজ (১৭ই আগস্ট) সকালে শেখ হাসিনা বার্ন ইনিস্টিউটে তিনি মৃত্যুবরণ করেন। তার অকাল মৃত্যুর খবর পেয়ে সহপাঠী ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শোকে ভেঙে পরে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024